December 23, 2024, 5:31 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

চাঁদের হাট খুলনা বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত।দৈনিক উত্তাল

স্টাফ রিপোর্টার: 58 বার
আপডেট সময় : শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন, চাঁদের হাট এর খুলনা বিভাগীয় কর্মীসভা ২০২৪ এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

শিশু-কিশোর সংগঠন চাঁদের হাটের খুলনা বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে খুলনার হোটেল জামিলের হলরুমে এই কর্মী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদের হাট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম বুলবুল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ জিয়াউর রহমান।

গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও নাট্যকার এবং চাঁদের হাট কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য জামিউর রহমান লেমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব কবি ফাতেমা হক।

বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চাঁদের হাট কেন্দ্রীয় কমিটির সদস্য ও কর আইনজীবী অ্যাডভোকেট মাসুদ হোসাইন, বিশিষ্ট সংগঠক ফরহাদ উদ্দিন আহমেদ শিমুল, কণ্ঠশিল্পী তাসলিমা বেগম নীতা, সংগঠক আনোয়ারুল করিম আনোয়ার, চাঁদেরহাট কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য কবি ও সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজী, মামুন গাজী, চাঁদের হাট বাগেরহাট জেলা শাখার আহবায়ক সাংবাদিক মাসুম হাওলাদার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও ছড়াকার সুমন বিপ্লব, মো. সিদ্দিকুর রহমান তপু এবং কাজী অর্ণব হাসান। স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় কর্মী সভার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল ফারুক মামুন। সভার সঞ্চালনায় ছিলেন খুলনা বিভাগীয় কর্মী সভার সদস্য সচিব কাজী করিম উদ্দিন জিতু।

বক্তারা শিশু-কিশোরদের যান্ত্রিক জীবনের প্রভাব থেকে মুক্ত করে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে নিয়োজিত করার উপর গুরুত্বারোপ করেন। “আমরা সুন্দর হবো” স্লোগানে যাত্রা শুরু করা চাঁদের হাট আজ শুধু বাংলাদেশেই নয়, বহির্বিশ্বেও একটি সক্রিয় ও প্রভাবশালী শিশু-কিশোর সংগঠনে পরিণত হয়েছে।

চাঁদের হাট পরিবার শিশুদের সৃজনশীল ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা উল্লেখ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com