December 23, 2024, 10:28 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

টাকা ছাড়া পুলিশে চাকুরি পেলেন ৫৮ জন।দৈনিক উত্তাল

উত্তাল ডেস্ক: 40 বার
আপডেট সময় : মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

সাতক্ষীরাতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৬ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে পুরুষ সদস্য ৫৫ জন এবং নারী সদস্য তিনজন রয়েছেন। আরও ছয় প্রার্থী অপেক্ষায় রয়েছেন। কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই ৫৮ জন পুলিশে চাকুরি পেলেন। ”
রোববার দিবাগত রাত দুইটার দিকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম। পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায় প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়েছেন। তারা বিশ্বাসই করতে পারছেন না টাকা ছাড়াই তারা পুলিশে চাকুরি পেয়েছেন। নির্বাচিত হয়ে অনেকের কান্না উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। প্রাথমিক ভাবে নির্বাচিত সবাইকে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ”


নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশে চাকুরি পাওয়া এক মেয়ে জানেন, আমার বাবা একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। আমি মাত্র ১২০ টাকা দিয়ে পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছিলাম। কখনো ভাবিনি এই ১২০ টাকা দিয়েই আমার চাকুরি হয়ে যাবে। ভাবতাম টাকা ছাড়া পুলিশে কোন চাকুরি হবে না। আমি নিজে চাকুরি পেয়ে বুঝতে পারলাম যে টাকা ছাড়াও পুলিশে চাকুরি হয়।”
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সবাই আজ এ জায়গায় এসেছেন। পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের এ নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ”


তিনি আরো বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণা কালে  নিয়োগ বোর্ডের সব সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সব পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।”sk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com