December 25, 2024, 8:50 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

পন্যবাহী কার্গোর মধ্যেমুখোমুখিসংঘর্ষ, ঢেউয়ে ডিঙি নৌকা ডুবে তরুণনিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি: 83 বার
আপডেট সময় : শনিবার, নভেম্বর ২, ২০২৪


সুন্দরবনের পশুর নদে দুটি পন্যবাহী কার্গোর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা
ঘটেছে। একটি কার্গো ক্ষতিগ্রস্থ হলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
একই সময়ে ওই নদ দিয়ে সুন্দরবনে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে জেলে নৌকা
ডুবে লোকমান সরদার ওরফে বুলবুল (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।
শনিবার সকালে নিখোঁজ হওয়া লোকমানের নানা ফারুক সরদার খুলনার দাকোপ
থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখনো তার সন্ধান মেলেনি।
শুক্রবার রাত পৌনে বারোটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদের
মোহনায় করমজল ফরেস্ট স্টেশনের কাছে পৃথক এই দুটি দূর্ঘটনা ঘটে।
নিখোঁজ লোকমান সরদার ওরফে বুলবুলের বাড়ি খুলনার দাকোপ উপজেলার লাউডোব
ইউনিয়নের রুয়াকাটা গ্রামে।
সুন্দরবনের তিলডাঙা নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সনিট কুমার
গায়েন শনিবার বেলা এগারোটায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, শুক্রবার
রাত পৌনে বারোটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদের
মোহনায় করমজল ফরেস্ট স্টেশনের কাছে কয়লা বোঝাই কার্গো এমভি মিজানের
সাথে এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই এমভি এমটি ইরা স্টারের মুখোমুখি
সংঘর্ষ হয়। নদীতে প্রবল ঢেউ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্য বোঝাই কার্গো
দুটির মধ্যে মুখোমুখি লেগে যায়। এতে এমভি মিজানের সামনে অংশ ক্ষতিগ্রস্থ
হয়েছে। তবে এতে কার্গো দুটিতে থাকা কোন নাবিকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তারা নিরাপদে রয়েছেন। নৌপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজ খবর
নিয়েছে।
নিখোঁজ লোকমানের পরিবারের বরাত দিয়ে ওসি আরো বলেন, একই সময়ে ওই নদ
দিয়ে সুন্দরবনে মাছ শিকার করে দুটি ডিঙি নৌকাযোগে বাড়ি ফিরছিলেন
ফারুক সরদার, ইমরান সরদার, রুবেল সরদার ও লোকমান সরদার। হঠাৎ প্রবল ঢেউয়ে
রুবেল ও লোকমানের ডিঙি নৌকাটি ডুবে যায়। রুবেল সাঁতরে ডাঙায় উঠতে
পারলেও লোকমান আর উঠতে পারেনি। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে
আর পাওয়া যায়নি। শনিবার সকালে নিখোঁজ হওয়া লোকমানের নানা ফারুক সরদার
খুলনার দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শনিবার সকাল সাড়ে
এগারোটা পর্যন্ত নিখোঁজ লোকমানের সন্ধান মেলেনি। এরা সবাই পেশায় জেলে।
পশুর নদ এখন উত্তাল রয়েছে। এই নদে এতো বেশি ঢেউ আর ¯্রােত যে এখানে উদ্ধার
অভিযান চালানো অনেক দুরুহ ব্যাপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com