বিশ^ দৃষ্টি দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাইটসেভার্স, সিভিল সার্জন ও নার্গিস মেমোরিয়াল কলেজের সহযোগীতায় ও
বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের সহযোগীয় এটি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে
বুধবার (২৩ অক্টোবর) সকালে বাগেরহাট নার্গিস মেমোরিয়াল কলেজের সামনে থেকে
র্যালী শুরু হয়ে পূনরায় কলেজের সামনে শেষ হয়। পরে বাগেরহাট নার্গিস মেমোরিয়াল
কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট নার্গিস মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আরিফা আক্তারের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ডেপুটি
সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মিডওয়াইফারি কো-অর্ডিনেটর ডাঃ আয়শা আফরোজ অনিকা,
সাইটসেভার্স এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের
প্রোগ্রাম অফিসার কাজি সাইদুর রহমান সবুজ, এডিডি ইন্টারন্যাশনাল এর জেলা
সমন্বয়কারী মোঃ এহসানুল হক, নার্গিস মেমোরিয়াল কলেজের নার্সিং ইন্সট্রাক্টর
নিশীতা আফরোজ নিশী, শ্রাবন্তী সাহা, সাহারাসহ বাগেরহাট নার্গিস
মেমোরিয়াল কলেজের বিভিন্ন নার্সিং ইন্সট্রাক্টর ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত
ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চোখ আমাদের মহামূল্যবান সম্পদ। আর বর্তমানে
মোবাইল, কমপিউটার অতিরিক্ত ব্যবহার , ধূলা বালি ও পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহন না
করবার কারনে খুব অল্প বয়সেই চোখ জনীত নানান সমস্যার সম্মূখীন হতে হচ্ছে। তাই
মহামূল্যবান চোখকে রক্ষা করতে হলে সকলের অবস্থান থেকে বেশি সচেতন হতে হবে।