December 23, 2024, 9:50 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

বাগেরহাটে তথ্য অফিসের উদ্যোগে জেলা পর্যায়েওরিয়েন্টেশন অনুষ্ঠিত।দৈনিক উত্তাল

রিপোর্টারের নাম 87 বার
আপডেট সময় : মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

বাগেরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কার্যক্রম সম্পর্কে জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

“শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম ” শীর্ষক প্রকল্পের আওতায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জেলা পর্যায়ে গার্লস গাইড এবং বাংলাদেশ স্কাউটের যুবা স্বেচ্ছাসেবকদের নিয়ে “এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪” সম্পর্কে মঙ্গলবার বিকালে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনের শুরুতে বাগেরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে এইচপিভি টিকাদান ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন বাগেরহাটের প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান। তিনি এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদান করেন এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি ও পরবর্তীতে করণীয় সামগ্রিক বিষয়ে আলোচনা করেন ও টিকাদানের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার।

ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রামপাল উপজেলার কমিশনার তাপস পাল, বাংলাদেশ স্কাউটস কচুয়া উপজেলার কমিশনার দেবদাস সাহা, বাংলাদেশ স্কাউটস শরণখোলা উপজেলার কমিশনার মো: সরওয়ার আলম, বাংলাদেশ স্কাউটস চিতলমারী উপজেলার কমিশনার চন্দন সাহা, বাগেরহাট জেলার গার্লস গাইডের সম্পাদক তহমিনা বেগম ও বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা রানী দাস প্রমুখ।

ওরিয়েন্টেশন কর্মশালায় বাগেরহাট জেলার ৯ টি উপজেলা থেকে আগত ৫০ জন গার্লস গাইড ও ১০ জন গার্লস ইন স্কাউটস, বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগেরহাট জেলা তথ্য অফিসের ঘোষক মো: আব্দুল মারুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com