December 23, 2024, 1:45 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল টাইব্রেকারে অবিবাহিত ফুটবল দল জয়ী।দৈনিক উত্তাল

ক্রীড়া প্রতিবেদক 86 বার
আপডেট সময় : শনিবার, অক্টোবর ৫, ২০২৪



নগরীতে ১০ম মুন্সিপাড়া বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে
অবিবাহিত ফুটবল দল। শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে তারা হারিয়েছে বিবাহিত ফুটবল দলকে।
নির্ধারীত সময়ে খেলাটি গোলশুণ্যে ভাবে শেষ হয়। ফলে খেলার নিষ্পিত্তি হয় টাইব্রেকারে। খেলায় রেফারী ছিলেন মো. কামাল হোসেন, বাবুল ও সিজার। এর আগে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, জাতীয় সংগীত এবং ৫ আগস্ট শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনা।
বিবাহিত দল : পলাশ, রহিম, সলেমান, রাজু, ফয়সাল, আরিফ, ইসলাম, রনি, আজিম, ইমন, শাহিন, প্লাবণ, মামুন, সালাউদ্দিন, কায়সার, আদর, সানি, রিজভী, জুয়েল জাকির, দিদার, সুমন, সুজন ও নাঈম।
অবিবাহিত দল: রাব্বি, আসলাম, রেজওয়ান, শাওন, নয়ন, মারুফ, রাফিন, ফেরদৌস, হৃদয়, তাসিন, ইনান, রাজ, মাসুদ, তুলিব, শুভ, সাদমান, রনি, বাবু, আবির ও নাজিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com