সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সংগঠক জুলিয়ান জয়ের চাচা ক্লেমেন্ট দীনেশ নাথ মৃত্যুবরণ করেছেন।বুধবার দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনার কাগজ পরিবার।পত্রিকার বার্তা সম্পাদক এসকে জামান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই শোক জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন, বৃহস্পতিবার তার নিজ গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোংলার থানার চিলা গ্রামে তাকে সমাহিত করা হবে। কর্মজীবনে দীনেশ নাথ হিট বাংলাদেশ নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন।