বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা কালেক্টরেট চত্তরে ঘুরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন , অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, অধ্যাপক বুবুল কবিরসহ কয়েকজন। আলোচকরা বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্ভুজ ও ম্যানগ্রোভ সুন্দরবন বাগেরহাট জেলায় অবস্থিত। এ জেলা একটি পযর্টক সম্ভবনাময় জেলা । পযর্টক খাতকে এগিয়ে নিতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।#az