December 23, 2024, 2:25 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

জেলা শ্রমিক লীগ ও কৃষকলীগের সভাপতিসহ চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেফতার:উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: 258 বার
আপডেট সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪



বাগেরহাট পৌরসভার আওয়ামী লীগ দলীয় পাঁচ কাউন্সিলরকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বাগেরহাট সদর মডেল থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এরআগে সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের তিনতলার স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌরসভার নিয়োগকৃত প্রশাসকের সঙ্গে একটি সভায় যোগাদান করেন। সেখান থেকে তারা বাড়ি ফিরছিলেন।
তারা হলেন, বাগেরহাট জেলা কৃষকলীগের সভাপতি পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সলির শেখ আবুল হাসেম শিপন, জেলা শ্রমিক লীগের সভাপতি ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনুর বেগম ডালিম এবং ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আসমা আজাদ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাসেলুর রহমান বিকেলে এই প্রতিবেদক কে বলেন, চাঁদাবাজির অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাগেরহাট পৌরসভার তিনজন নারী ও দুজন পুরুষ কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাগেরহাট সদর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ছাড়া অন্য কি মামলা রয়েছে তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে।


অন্যদিকে, বাগেরহাটের মোংলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি শটগান, একটি একনলা বন্দুক, ৩৮টি তাজা গুলি এবং নগদ এক লাখ টাকা।
তারা হলেন, ফিরোজ আহমেদ (৩৮) ও তার ছোট ভাই সাদ্দাম হোসেন (৩৫)। তাদের বাড়ি মোংলা পৌরসভা কুমারখালি এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড সদর দপ্তরের গনমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপণ সংবাদ পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা বুধবার সকালে যৌথভাবে মোংলা পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে অবৈধ দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮টি তাজা গুলি ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। এই অবৈধ অস্ত্র দিয়ে তারা কি অপরাধ সংগঠিত করার পরিকল্পনা করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ap


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com