December 23, 2024, 8:26 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

মোল্লাহাটে খাবার হোটেল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ উভয়পক্ষের ৯ জন আহত

বাগেরহাট প্রতিনিধি: 91 বার
আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪



বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী নগরকান্দি এলাকায় একটি খাবার হোটেল নিয়ে বিরোধে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার বিকেলে এ সংঘর্ষে উভয়পক্ষের মোট ৯ জন কমবেশী আহত হয়েছেন। এসময় এলাকার জনৈক সাবেক ইউপি মেম্বর শেখ ফিরোজের বাড়ী ভাংচুর করা হয়। সংঘর্ষে আহতরা হলেন, উপজেলার নগরকান্দি গ্রামের সবুজ বিশ্বাস (৪০), নুর ইসলাম বিশ্বাস (৬৫), হেদায়েত বিশ্বাস (৩৫), কবির শেখ (৪০), স্বপন বিশ্বাস (৩৩) ও জাহিদ বিশ্বাস (২৬) এবং অপর পক্ষের তরিকুল বিশ্বাস (২৭), ওবায়দুল বিশ্বাস (৩২), ও লাজু বিশ্বাস (৩৫)। আহতরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। আহতরা জানান, উপজেলার গাংনী নগরকান্দি গ্রামের বিশ^াস বাড়ীর সামনের রাস্তার মোড়ে একটি খাবার হোটেল নিয়ে স্থানীয় সবুজ বিশ^াস গ্রæপ ও তরিকুল বিশ^াস গ্রæপের মধ্যে প্রথমে কথাকাটি ও পরে লাটিসোটা নিয়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে উপজেলার গাংনী পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় উভয়পক্ষের ৯ জন কমবেশী আহত হয়ে মোল্লাহাট হাসপাতালে চিকিৎসা নেন। এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম রবিবার সকালে জানান, শনিবার বিকেলে গাংনী নগরকান্দি এলাকায় একটি খাবার হোটেল নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। বড় ধরনের কোন ঘটনা না ঘটার আগেই স্থানীয় গাংনী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। কোন পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।#ad


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com