বাগেরহাটে শ্রমিকলীগ নেতার কাছ থেকে পৈত্রিক মাছের ঘের রক্ষা করতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়েড়া গ্রামের মৃত কাওছার মোল্লার ছেলে মোঃ নাজমুল হুদা।
তিনি অভিযোগ করেন, বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়েড়া মৌজায় তাদের পৈত্রিক ৭ বিঘা জমিতে তারা দীর্ঘদিন ধরে মাছের ঘেরে করে আসছিলেন। ১৯৩৬ সাল থেকে এই জমিটি আমার পূর্বপুরুষরা ভোগ দকল করে আসছে।
গত ৩ বছর আগে বিগত স্বৈরাশাসকের সময় বাগেরহাটে অবৈধ দখলের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের ভাইপো জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চিহ্নিত সন্ত্রাসী খান আবুবক্কর লোকজন নিয়ে গিয়ে তাদের মাছের ঘেরটি দখলের চেষ্টা করে। তারা বাধা দিয়ে তাদের জীবনে শেষ করে দেয়ার কথা বলে প্রকাশ্যে হুমকী দেয়। নিরুপায় হয়ে আমরা ঘের থেকে নেমে যেতে বাধ্য হয়।
তারা বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাশাসক শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে তারা ৬ আগষ্ট তাদের মাছের ঘেরে যান। কিন্তু গত ২ সেপ্টেম্বর দুপুরে খান আবুবক্করের লোকজন আবারো তাদের মাছের ঘেরে গিয়ে তাদের উপর চড়াও হয় এবং ওই পরিবারটিকে হুমকী ধামকী দিয়ে মাছের ঘেরটি দখলে নেয়ার চেষ্টা করে। তাদের বাধা দিলে তারা জীবন নাশের হুমকী দিয়ে যায়। এরপর থেকে তারা দফায় দফার ঘেরটি দখলের চেষ্টা করছে। তারা পরিবার নিয়ে চরম আতংকের মধ্যদিয়ে দিনাতিপাত করছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। rj