December 23, 2024, 11:03 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

দখলদার ও চাঁদাবাজদের ক্ষমতায় যেতে দেবে না তরুণরা: ভিপি নুর

উত্তাল ডেস্ক: 100 বার
আপডেট সময় : শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

ছাত্র-জনতা স্বৈরাচার আওয়ামী লীগকে হটিয়েছে, তেমনি আর কোনো দখলদার ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেবে না তরুণরা- বলেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর প্রথম নিজ জেলায় দলীয় সফরে এসে সংবর্ধনা সভায় এ কথা বলেন তিনি শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুর।”দেশে নতুন চাঁদাবাজের উৎপত্তি হয়েছে উল্লেখ করে গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলেও নব্য একদল দখলবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী, মাস্তান বাহিনী আমরা দেখতে পাচ্ছি। এই নব্য গজিয়ে ওঠা মাফিয়াদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ নুরবলেন,এখন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণরা সংগঠিত হচ্ছে।” তরুণরা আর কোনো দখলদার চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। আর কোনো চাঁদাবাজ-দখলদারের জায়গা বাংলাদেশে হবে না।’

তরুণ প্রজন্মকে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে যৌথ বাহিনীকে এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান নুর।”বিএনপির সঙ্গে ঐক্য প্রসঙ্গে গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, আনুপাতিক হারে যদি জাতীয় নির্বাচনে আসন বিন্যাস করা হয়, বিএনপি যদি জাতীয় সরকারে রাজি থাকে, তাহলে তাদের সঙ্গে ঐক্য হতে পারে। তা না হলে অন্য সমমনা দলগুলো নিয়ে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন তিনি।পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্যদেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, বরগুনা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ।সংবর্ধনা সভায় সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বরিশাল, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর থেকেও কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।”dmts


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com