December 23, 2024, 10:44 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

মাদক দ্রব্য,অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করবে: জিওসি আব্দুল কাইয়ুম মোল্লা

বাগেরহাট প্রতিনিধি 200 বার
আপডেট সময় : শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪



বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা( আরসিডিএস,এনডিসি পিএসসি) বলেছেন, দলমত ধর্ম-বর্ন নির্বিশেষে আমরা দেশ ঠিক রাখব। অন্তবর্ত্তি কালিন সরকার দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছেন। এ সরকারের অনেক চাপ। জনগনের জান-মাল ও রাষ্ট্রিয় সম্পদ রক্ষায় এবং দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী মাঠে কাজ করছে। মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হবে। বৃহস্পতিবার দুপুরে জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাগেরহাট জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, অন্তবর্ত্তি কালীন সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন মানুষের পাশে থাকবে। ধর্মীয় উপাসনালয়ে সার্বিক নিরাপত্তা দেয়া হবে। কোন দল কে রাস্ট্রীয় সম্পদ ও মানুষের জান মালের ক্ষতি করতে দেয়া হবে না। রাস্তাঘাট বন্ধ করে কোন সভা সমাবেশ ও মিছিল করা যাবে না। খারাপকে খারাপ দিয়ে সমাধান করা যাবে না। শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করতে হবে। গাড়ী ভাংচুর, লুটপাট ও শিক্ষকদের সাথে বেয়াদবি করা ছাত্রদের কাজ না। শিক্ষকদের মধ্যে কেহ অনিয়ম করলে আইনের মাধ্যমে সমাধান করতে হবে। বাগেরহাটের প্রেক্ষাপটে এ গুরুত্বপূর্ন মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রমাসক মোহাঃ খালিদ হোসেন। এ সভায় খুলনা র‌্যাব-৬ এর অধিনায়কসহ বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, বাগেরহাটের দায়িত্বপ্রাপ্ত মেজর নাসের সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। #ad


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com