December 23, 2024, 3:32 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

স্মার্ট কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ 302 বার
আপডেট সময় : মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪



বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে স্মার্ট এগ্রিকালচার ঃ বাগেরহাট প্রেক্ষাপট বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন কৃষি সপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার।
ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু এর সভাপতিত্বে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সঞ্চলনায় অনুষ্ঠিত সংলাপে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, বাঁধনের প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, মাহবুব-ই-খুদাসহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ইউক্যাট সদস্য, জলবায়ুতে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী কৃষকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সমস্যা বর্তমানে ভয়াবহ রুপ ধারন করেছে। যার ক্ষতিকর প্রভাবগুলো ইতিমধ্যে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখিন করছে। পানিতে লবনাক্ততার পরিমানও অনেক বেড়ে গেছে। এর কারনে আধুনিক চাষ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এখনই যদি আমরা সম্মিলিত ভাবে উদ্দ্যোগ গ্রহন না করি তাহলে অদুর ভবিষ্যতে আরো বড় সমস্যার সম্মুখিন হতে হবে। বক্তারা আরও বলেন, সচেতনতার মাধ্যমে আমাদেরকে জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে। বছরের ফেব্রæয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত লবন পানি অনুপ্রবেশ বন্ধে সকলে একযোগে কাজ করবে বলে সংলাপে সবাই প্রতিশ্রæতি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com