চাল, ডাল, মাছ-তরকারি, পিয়াজ রসুনসহ শীতকালিন, সকল সবজির ভরা মৌসুম বাজারে পর্যাপ্ত পরিমান সমস্ত পন্য সরবারহ থাকা সত্যও কতিপয় অসাধু, অধিক মুনাফাখোর মজুতদার, ভেজালকারি যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে সিন্ডিকেট ও কারসাজির মাধ্যমে সাধারন ভোক্তাগনের পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াওর তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।রবিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় বাজার সিন্ডিকেট ও কারসাজিদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন। বক্তারা আরও বলেন, হটাৎ করে কোনো কারন ছাড়াই চালের মুল্য কেজি প্রতি ৫/৭ বৃদ্ধি পাওয়ায়, নিন্মবিত্ত, নিন্ম মধ্যবিত্ত পরিবারের নাভির্ষাস উঠছে। যারা সাধারন ভোক্তাগনের কথা চিন্তা করে না, আইনকে তোয়াক্কা করে না, তারাই সিন্ডিকেট কারসাজির মাধ্যমে ভোক্তাগের সাথে প্রতারনা করছে। তাদেরকে চিহিৃত করে শাস্তির আওতায় আনতে হবে। চালের মিলগুলো ও পাইকারি চালের আড়ৎ গুলিতে নজর দারি জোরদার করতে হবে। পবিত্র রমজান উপলক্ষে চাল ডাল ভোজ্য তেলসহ সকল ধরনের নিত্য পন্যের মুল্য কমানোর জন্য ভ্রাম্যমান আদালতের কার্যক্রম আরো বেগবান করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানান বক্তরা। এছাড়া যোগসাজসের মাধ্যমে ডিমের বাজারে মুল্য বৃদ্ধি প্রমানিত হওয়ায় তাদেরকে জরিমানা করায় প্রশাসনকে এবং খুবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীসহ নির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় সভায়।সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, শেখ মোহাম্মাদ আলী, কাওসারি জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আ. মান্নান, মো. জয়নাল আবেদিন, আ. মান্নান মুন্নাফ, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।jl