December 23, 2024, 3:06 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

বিনামুল্যে ৪৫৫রোগীর ছানি,নেত্রনালী ও মাংসবৃদ্ধি অপারেশনের মাধ্যমে সুস্থ্য করে তোলা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি 202 বার
আপডেট সময় : রবিবার, জুলাই ১৪, ২০২৪


বাগেরহাটে সুবিধা বঞ্চিত ৪৫৫ রোগীর চোখের অপারেশনের মাধ্যমে সুস্থ্য করে তোলা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা পাওয়া এরমধ্যে ৩৭৩জনকে ডাস আই হাসপাতালে বিনামুল্যে চোখের ছানি অপারেশন ও ৮২জনের চোঁখের নেত্রনালী ও মাংসবৃদ্ধি অপারেশন করে সুস্থ্য করে তোলা হয়েছে। চোখের ছানি অপারেশনের পর এসব রোগীকে লেন্স সরবরাহ, অষুধ দিয়ে সম্পূর্ন সুস্থ্য হয়ে রবিবার বাগেরহাটের মোংলা, রামপাল, ফকিরহাট, বাগেরহাট, মোড়েলগঞ্জ, শরনখোলা, খুলনারবটিয়াঘাটা, দাকোপসহ তাদের গ্রামের বাড়ীতে পৌঁছে দেয়া হয়েছে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় গত ১৭ মে রামপালের বড়দিয়া হাজী আরিফ মাদ্রাসায় চক্ষু শিবিরে চোখের ছানি, নেত্রনালী ও মাংসবৃদ্ধি অপারেশনের জন্য ৬৬২জন রোগীকে বাঁছাই করেন চিকিৎসরা। এরমধ্যে বিনামুল্যে ৪৫৫ জন রোগীর ছানি, নেত্রনালী ও মাংসবৃদ্ধি অপারেশনের মাধ্যমে পুরোপুরি সুস্থ্য করে তোলা হয়েছে।
ড. শেখ ফরিদুল ইসলাম জানান, বিগত ২০০৯ সাল থেকে শুরু করে প্রতিবছরের মতো এবারও তার আর্থিক সহযোগিতায় বাগেরহাটের রামপালে চক্ষু শিবিরের মাধ্যমে অপারেশনের জন্য বাঁছাইকৃত ৬৬২জন রোগীর মধ্যে ৪৫৫ জন রোগীকে বিনামুল্যে ছানি, নেত্রনালী ও মাংসবৃদ্ধি অপারেশনের মাধ্যমে পুরোপুরি সুস্থ্য করে বাগেরহাটের গ্রামের বাড়ীতে রবিবার পেঁছে দেয়া হয়েছে। বাছাইকৃত ছানি রোগীদের মধ্যে ২০৭ জনের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় এখনই অপারেশন করা সম্ভব হয়নি। তার প্রচেষ্টায় এ পর্যন্ত বাগেরহগটের ৬ হাজারের অধিক ছানি, নেত্রনালী ও মাংসবৃদ্ধি রোগী অপারেশনের মাধ্যমে সুস্থ্য করে অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।#rj


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com