বাগেরহাটের চিতলামারী উপজেলার পল্লীর হিন্দু পাড়ায় একটি বসত বাড়ীতে সিঁদ কেটে চুরি সংঘঠিত হয়েছে। উপজেলার আড়–য়াবর্নি হিন্দু পাড়ার দশরত বিশ^াসের বাড়ী বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা ওই বাড়ীর পিছনের দিক থেকে সিদ কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ক্ষতিগ্রস্থ দশরত বিশ^াস জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়ীর সকলে ঘুমিয়ে পড়ে। ভোররাতে ঘুম ভেঙ্গে গেলে দেখা যায় ঘরের দরজা খোলা। পরে সকলেই উঠে পড়ে এবং দেখা যায় ঘরের মধ্যের আলমীরা ভাঙ্গাসহ ঘরের কোনে সিঁদ কাটা। আলমীরাতে রাখা নগদ আড়াই লাখ টাকা ও স্বর্নালংকার নেই। পরে নিশ্চিত হই বাড়ীতে সিদ কেটে চুরি হয়েছে। বিষয়টি চিতলমারী থানা পুলিশ কে জানানো হয়। চিতলমারী থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, উপজেলার আড়–য়াবর্নি গ্রামের হিন্দু পাড়ার দশরত বিশ^াসের বাড়ীতে চুরির খবর পেয়ে ওই বাড়ী পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।#az