মো: একরামুল হক মুন্সী, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি:
ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার সদ্য বিজয়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাফর মো: আলমগীর হোসেন সিদ্দিকী ও ভাইস চেয়াম্যান কাজী আজমীর আলী। নির্বাচন পরবত্তী ১১ জুলাই (বৃহস্পতি বার) উপজেলার প্রত্যন্ত এলাকার জন সাধারণের সঙ্গে সারা দিন নৌকা ও মটর সাইকেল নিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন, আলমগীর হোসেন সিদ্দিকী। তাকে এক নজর দেখার জন্য খালের পাড় ও রাস্তার মোড়ে মোড়ে থাকা নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আলমগীর হোসেন সিদ্দিককী বলেন, ‘আমাকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের খাদেম হয়ে পাশে থাকতে চাই। আপনারা আমার পাশে থেকে চিতলমারীর উন্নয়নে অংশ নিন।’এ সময় তার সাথে গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার শতশত উৎসুক সাধরণ মানুষ ছিলেন। বেলা সাড়ে তিন টায় কলিগাতী বাজার থেকে নৌকা যোগে এই ভ্রমনটা ছিলো আকর্ষণীয় ও চোখে পড়ারমত।