December 23, 2024, 9:51 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

ঘনঘন বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর সভা

খবর বিজ্ঞপ্তি 167 বার
আপডেট সময় : রবিবার, জুন ৩০, ২০২৪



রাত্রি-দিনে ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন)
বেলা ১১টার বৃহত্তর আমরা খুলনা বাসীর অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
ডা. মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে মানুষ হাসফাস করছে এবং ভোগান্তির শিকার হচ্ছে। মানুষ রাতে খাওয়া-দাওয়ার পরে সারাদিনের ক্লান্তি শেষে যখন ঘুমাতে যাবে ঠিক তখনই লোড সেডিং। সবথেকে বেশি অসুবিধায় পড়তে হচ্ছে শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীগণসহ ধর্মপ্রাণ মানুষ তাদের ইবাদত করতেও ভীষণ কষ্ট হচ্ছে। সাথে সাথে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মারাত্মক ব্যাঘাত ঘটায় অভিভাবকগণ ভীষণ উদগ্রীব। অনেক ক্ষেত্রে জরুরি চিকিৎসা সেবারও ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকাই কৃষকের সেচকার্যসহ শিল্প কারখানায় উৎপাদন ব্যহত হচ্ছে, শ্রমিকরা অলস সময় পার করছেন, পণ্য উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, ফলে ভোক্তাগণের উপর চাঁপ বাড়ছে। এসবে বক্তাগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, সাথে সাথে কতিপয় দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তির দাবী জানানো হয়। বিদ্যুৎ খাতে সেবার মান বৃদ্ধি ও অবৈধ সংযোগ বিছিন্ন করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের দাবী জানানো সভায়।
সভায় উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দীন, এড. কাজী আমিনুল ইসলাম মিঠু, নিয়াজ আহমেদ তুহিন, মুনসী আহমেদ হোসেন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, কামরুল ইসলাম ভট্ট, কাওসারী জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, কারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, আরিফ আহমেদ, মো. জিসান, আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরী, মো. শফিকুল ইসলাম অভি, মো. আশরাফুল ইসলাম, ডা. শেখ মাহফিজুর রহমান বাচ্চু, মো. জয়নাল আবেদীন, মো. জাবেদ আক্তার, মো. রুহুল আমিন, মো. মিকাইল হোসেন, আবু বক্কর মো. আজমল হোসেন প্রমুখ।#jl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com