December 23, 2024, 4:06 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

বাগেরহাটে নানান আয়োজনে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি: 226 বার
আপডেট সময় : সোমবার, জুন ২৪, ২০২৪



 ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের  প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করে। ২৩ জুন রবিবার  সকাল ৭ টায় বাগেরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী কর্মসূচী শুরু হয়। বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময় ও জেলা আঃলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও বিকালে আঃলীগ কার্যালয় চত্তরে বাগেরহাট জেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটির সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন। সভায় জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন আহম্মেদ,সরদার সেলিম আহম্মেদ, সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাঈদ ডাবলু বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দীন, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সহকারি এইচ এম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগ,সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারনস্পাদক ইবনে মিজান হিরু,

আওয়ামী লীগ নেতা বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি  তালুকদার আব্দুল বাকী, জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়সি আসাফি জেমস , জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাশেম শিপন, সম্পাদক মো: মনি মল্লিক, জেলা শ্রমিক লেিগর সভাপতি রেজাউর রহমান মন্টু, জেলা সেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, জেলা মহিলা লীগের সভাপতি এ্যাড: সিতারানী দেবনাথ, সম্পাদক এ্যাড: শরিফা হেমায়েত,জেলা ছাত্র লীগের সভাপতি মো: মনির হোসেন, সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান ওশান,বাগেরহাট জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে সভাপতি মাসুম হাওলাদার ,আওয়ামী লীগ নেতা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক  আজাদ রশীদী, সহ পৌর আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, সহ সকল জেলা ও উপজেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।  আওয়ামী লীগ  সভাপতি শেখ কামরুজ্জামান টুকু তার বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামীলীগের গঠন ও দীর্ঘ পথপরিক্রমায় আজ ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তিনি আরোও বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ একটি সুসংগঠিত দল হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং দূর্বার গতিতে এগিয়ে চলছে।  সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‍্যালী বের করা হয়। এতে প্রচুর সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com