বাগেরহাটের ফকিরহাট উপজেলার জয়পুর এলাকায় পুকুরের পানিতে ডুবে আবু হানিফা শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আবু হানিফা শেখ উপজেলার লখপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মো. আলাউদ্দিন শেখের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, মঙ্গলবার (১৮ জুন) কোন এক সময় আবু হানিফা শেখ পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন দুপুরের দিকে তাকে খুঁজতে যেয়ে দেখে তিনি মৃত অবস্থায় পুকুরের পানিতে ভেসে আছে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে । ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, পানিতে ডুবে আবু হানিফা শেখ মারা গেছেন। তার পরিবারের দাবী সে মৃগিজনিত রোগে আক্রান্ত ছিল। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।#az