যুব সংগঠনের সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আজ বাগেরহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব কল্যাণ তহবিল থেকে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য নির্বাচিত ২৮ টি যুব সংগঠনকে চৌদ্দ লাখ পঁচিশ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। আজ (২০ জুন বৃহস্পতিবার ) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব কল্যাণ তহবিলের চেক তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ আব্দুল কাদের।বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ আব্দুল কাদের তিনি বলেন ।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলোকে ত্মকর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে সফল ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ দেশের উপযুক্ত যুব সংগঠনগুলিকে প্রকল্পভিত্তিক অনুদান প্রদান এবং ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুবদেরকে পুরস্কৃত করার মহান উদ্দেশ্যে যুবকল্যাণ তহবিল প্রতিষ্ঠা করেন।