বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
Notice :

বাগেরহাটে ১ লাখ ৭৪ হাজার ৪৬৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

বাগেরহাট / ৪০৯ বার
আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

বাগেরহাটের ১ লাখ ৭৪ হাজার ৪৬৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ১ জুন জেলার ৯টি উপজেলা ও দুইটি পৌরসভায় ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে।এবার ৬-১১ মাস বয়সী ২১ হাজার ৩৪ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৩ হাজার ৪৩৪ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কর্মযজ্ঞে ৯২৪ জন সরকারি কর্মচারী ও ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। বৃহস্পতিবার (৩০ মে ) দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান। এসময়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমসহ বাগেরহাট প্রেসক্লাবের সদস্য গন  উপস্থিত ছিলেন।


ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের জন্য প্রয়োজনীয় ক্যাপসুল সংরক্ষনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর