বাগেরহাটের মোড়েলগঞ্জের পুটিখালী গ্রামে গভীর রাতে আগুনে তিনটি বসত ঘর পুরে ছাই ।আগনে চারটি পরিবারের নগদ ১২ লক্ষ ৮০ হাজার টাকা ও স্বর্নলকার সহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হযেছে।
এ ঘটনায় ‘প্রত্যাশা’ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্থ্য চারটি পরিবারকে নগত টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে।
শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্থ্য চারটি পরিবার হাতে নগদ অর্থ তুলে দেন,প্রত্যাশা’র দপ্তর সম্পাদক মোঃ মাসুদ উল আমল। এ সময় উপস্থিত ছিলেন পুটিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান শিকদার,পুটিখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন।
প্রত্যাশা সংগঠনের আহবায়ক মোঃ আছাদুজ্জামান ইমন বলেন,আমাদের এই প্রত্যাশা সংগঠনের সব সদস্যের জন্মস্থানই একই এলাকায়। আমারা সবাই ঢাকায় বিভিন্ন পেশায় রয়েছি। আমাদের জন্মস্থান গ্রামের এলাকার পুটিখালী গ্রামে আগুনে চারটি পরিবার নিশ্ব হয়ে গেছে। এ আগুনের খবর পেয়ে আমাদের সংগঠনের সব সদস্য মিলে ক্ষতিগ্রস্থ্য চারটি পরিবারকে কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছি।
গত ১০ মে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামে গভীর রাতে আগুনে পুরে তিনটি বসৎ ঘর পুরে ছাই হয়ে যায়।#