December 23, 2024, 2:20 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

বাগেরহাটে ৩ উপজেলার নির্বাচন আওয়ামী লীগ নেতাকে ৬ মাসের কারাদন্ড,এক কেদ্রেরপ্রিজাইডিং অফিসার প্রত্যাহার

বাগেরহাট প্রতিনিধি 259 বার
আপডেট সময় : মঙ্গলবার, মে ২১, ২০২৪


৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপে বাগেরহাটের ৩ উপজেলায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে শান্তিপুর্নভাবে নির্বাচন শুরু নিয়ন্ত্রন করেছে প্রশাসন। নির্বাচন চলাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাগেরহাটের চিতলমারী উপজেলাএকজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এদিন দুপুরের দিকে চিতলমারী উপজেলার কলাতলা ভোটকেন্দ্রের সামনে ভ্রাম্যমান আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আছাদুল ইসলাম এই আদেশ দেন। দÐপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা প্রফুল্ল কুমার মন্ডল উপজেলার চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এর ৩ (০২) ধারায় তাকে এ দন্ড দিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। চিতলমারী উপজেলা পরিষদের মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের পক্ষ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকির এজেন্টকে প্রকাশ্য গালিগালাজ করা ও প্রার্থীর বিষয়ে খারাপ কথা বলায় এই সাজা দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক। অপরদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফকিরহাট উপজেলার একটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রতন কৃষ্ণ দাসকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই কেন্দ্রে ব্যাংক কর্মকর্তা সত্যজিত দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, প্রার্থীর পক্ষে ভোট চাওয়া, কর্তব্যরত সংবাদ কর্মীদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ছিল। এ ছাড়া ফকিরহাট সদর ইউনিয়নের বুড়ির বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে একসাথে একাধিক ব্যক্তি প্রবেশ করায় ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের ঐ কেন্দ্রের একটি কক্ষে আটক রাখা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা। তিনি বলেন, ৩ জন একটি কক্ষে আটক রেখে ভোটগ্রহণ কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। উল্লেখ্য কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার ১২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে এ নির্বাচনে আওয়ামী লীগ ব্যতিত অন্য কোন রাজনৈতিক দল অংশ গ্রহন করেনি বলে প্রচার রয়েছে।#az


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com