ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে এর বাস্তবায়ন ও পেশাগত সমস্যা সমাধানের দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স(আইডিইবি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
আইডিইবি বাগেরহাট জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, আইডিইবি বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ আঃ রহমান, কাউন্সিলর সনৎ কুমার সাহা, আহসানুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক সঞ্চিতা রানী রায়, সদস্য তরিকুল ইসলামসহ বিভিন্ন প্রকৌশলীবৃন্দ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে সময়োপযোগী ও যুগান্তকারী। কিন্তু এ উদ্যোগকে বাধাগ্রস্থ করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের জাতিবিনাশী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইডিইবি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে।
#
al