বাগেরহাট বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় এলাকার অনৈতিক কর্মকান্ডে আলোচিত ‘হোটেল লেকফুজি আবাসিক’ এ অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ১০ নারী-পুরুষ কে আটক করেছে পুলিশ । সোমবার দুপুরের বাগেরহাট সদর মডেল থানা পুলিশের একটি টিম আকস্মিক অভিযান চালিয়ে এদের হাতে-নাতে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হোটেল মালিক মোঃ আমিরুল ইসলাম কে আটক করে । আটক আমিরুল ইসলাম বাগেরহাট সদরের কাড়াপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। সে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আবার নির্বাচন থেকে সরে দাড়ান। স্থানীয়রা জানায়, লেক ফুজি হোটেল চালু করার পর থেকে এখানে অনৈতিক কর্মকান্ড চলে আসছে। বিষয়টি প্রশাসন কে জানালে বিগত কয়েকবার পুলিশের হাতে ধরা পড়ে। অথচ, আবারও একই কাজ চলে। এবার প্রকাশ্য দিবালোকে পুলিশের অভিযানে ৫ জন নারী ও ৬ পুরুষ কে অসামাজিক কাজ করার অভিযোগে গ্রেফতার হয়েছে। সাথে মালিকও গ্রেফতার হয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, হোটেল মালিক সহ ১১ জন কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে অল্প বয়সের মেয়েরা আছে। তাই যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহনে একটু বিলম্ব হয়েছে।#
AZ