সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
Notice :

বাগেরহাটে দুই উপজেলার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাগেরহাট / ২৯০ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন



প্রথম ধাপের নির্বাচনে বাগেরহাটের ৩ টি উপজেলার মধ্যে ২ উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার দুপুরের পর থেকে ভোট কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম। ব্যালট যাবে নির্বাচনের দিন সকালে। প্রথম ধাপে বাগেরহাটের কচুয়া ও রামপাল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত বা অন্য কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহন না করা এবং চেয়ারম্যানসহ ৩ টি পদে প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না আশায় বাগেরহাট উপজেলা পরিষদের নির্বাচন লাগছেন। ফলে রামপাল ও কচুয়া এ দু’টি উপজেলার ১৭টি ইউনিয়নে ৭৯ টি ভোট কেন্দ্রে ৫৬৯ টি বুথে ভোট গ্রহন হবে। দুই উপজেলার মোট ২ লাখ ২৭ হাজার ৯৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে, কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। আর রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ১৪ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। দুটি উপজেলায় ২১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি টিম ও গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ জালাল উদ্দিন মঙ্গলবার বিকেলে জানান, প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার (০৭ মে) দুপুর থেকে উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় থেকে স্ব-স্ব কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়। শুধু ব্যালট পেপার যাবে বুধবার সকালে। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।#

AZ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর