December 23, 2024, 2:26 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি খুলনা 244 বার
আপডেট সময় : রবিবার, মে ৫, ২০২৪

খুলনা বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট ২০২৪/২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়েছে। ৪ মে শনিবার সন্ধ্যায় খুলনার একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন, ঈদ পূর্ণমিলন ও খুলনা বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরাম এর মহাসচিব মো: রেজাউল ইসলাম রাজুর সভাপতিত্বে,এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিকতায় স্বর্ণপদক প্রাপ্ত দৈনিক খুলনার কন্ঠ পত্রিকার সম্পাদক প্রকাশক,কবি ও সাহিত্যক সংগঠনের উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য শাহবাজ জামানকে সভাপতি, নজরুল ইসলাম নবীকে সাধারণ সম্পাদক এবং মামুন রেজা হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন কার্যকরী সভাপতি কাজী মিজানুর রহমান,(দৈনিক মাতৃজগত) সিনিয়র সহ-সভাপতি শেখ রাজু আহমেদ,(দৈনিক চৌকস),সহ-সভাপতি আফজাল আহমেদ,(দৈনিক ভোরের চেতনা), মো: ইয়াকুব আলী রাজা,(খুলনার খবর),মুক্তি মাহমুদ,(আমার একুশ),এস এম ওয়াহিদ মুরাদ,(মাতৃভূমির খবর),শেখ শাহিন (আমার সংবাদ), যুগ্ম সাধারন সম্পাদক কাজী হাসনাত হোসেন কমিট (খুলনার কাগজ),সহ সম্পাদক এস এম মমিনুর রহমান (দৈনিক নওয়াপাড়া),শামিমা আক্তার মুন্নী (দৈনিক নাগরিক বার্তা), সহ-সম্পাদক মো: শরীফুল ইসলাম (খুলনার খবর),সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান টুকু (দৈনিক কালান্তর),দপ্তর সম্পাদক জোবায়ের ইসলাম (দৈনিক জবাবদিহি), উপ-দফতর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাতুল (খুলনার খবর),অর্থ সম্পাদক মোসা: ডলি (খুলনার কাগজ),প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান মোল্লা (ফুলতলা প্রতিদিন), উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিয়ার রহমান (দৈনিক মাতৃজগত),আইন বিষয়ক সম্পাদক মো: নাইম হাসান (দৈনিক দিগন্তর),উপ-আইন বিষয়ক সম্পাদক ইরানি পারভীন (চ্যানেল ফোর),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানিজ হাওলাদার (খুলনার কাগজ), ক্রীড়া বিষয়ক সম্পাদক শাকিব ইসলাম (চ্যানেল সবুজ বাংলা),সমাজ কল্যান সম্পাদক এস এম মোশায়েক কবির (বিজনেস বাংলাদেশ),ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শিপন খলিফা (বাংলাদেশ সমাচার),শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো: রাসেল মিনা (দৈনিক দিগন্তর),আইটি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন (দিনের আলো),ধর্ম বিষয়ক সম্পাদক মো: আতিয়ার হোসেন (দৈনিক স্বাধীন বাংলা)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন যারা,মো: মামুন হাসান (বাংলার দূত),সরদার বাদশা (ডেল্টা টাইমস), এ কে তরিকুল ইসলাম (আশ্রয় প্রতিদিন),কাজী আতিকুর রহমান (খুলনাঞ্চল),কামরুল ইসলাম (খুলনার কাগজ) মোঃ রাসেল জোমাদ্দার (খুলনার খবর), মো: শামিম হাসান (দৈনিক দিগন্তর)এফ, এম, আজাদ(খুলনার খবর),মতিউর রহমান রাজু (ফাস্ট নিউজ),মোঃ শহিদুল ইসলাম (খুলনার খবর),প্রিয়া জামান,(খুলনার কন্ঠ),ইব্রাহীম হোসেন মনির,আবু বক্কর,মো: নাসির হোসেন
নিয়াজ বিশ্বাস নাসিম,মো: আরিফ,মোঃ মনির খান।এ সময় স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com