বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে লিয়াকাত আলী খান (৭২) নামে একজন বীর মুৃক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২মে) সকালে নতুন বাড়ি করার জন্য পানির মটর দিয়ে ইট ভিজানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। বীর মুক্তিযোদ্ধা লিয়ায়াকত আলী খান উপজেলার চৌদ্দহাজারী গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ফজিলা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সাবোখালী গ্রামে নতুন বাড়ি করার জন্য ইটে পানি দিতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে তার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষনের মধ্যে তিনি মারা যান। চিতলমারী থানার ওসি মোঃ ইকরাম হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীর মৃক্তিযোদ্ধার মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করাসহ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে মরহুমের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থনে দাফন করা হয় বলেও জানান তিনি।#
ad