December 23, 2024, 3:48 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

রংপুরে নৌকার পাশাপাশি কয়েক আসনে লাঙ্গলের জয়

নিজস্ব প্রতিবেদক 290 বার
আপডেট সময় : সোমবার, জানুয়ারি ৮, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনে ৩৬ প্রার্থীর ভোটযুদ্ধের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত বেসরকারি ফলে ৩টি আসনে নৌকা, ২টিতে স্বতন্ত্র ও একটি আসনে লাঙ্গল জয় পেয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনভর চলে ভোটগ্রহণ। রাত ৮টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন ভিত্তিক নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

বিজয়ী প্রার্থীরা হলেন- রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু (কেটলি)। রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী ডিউক। রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের (লাঙ্গল)।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন টিপু মুনশি। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীতবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ঘোষিত বেসরকারি ফলাফলে জানানো হয়েছে, রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক মহাসচিব স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁ (ট্রাক) পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (লাঙ্গল) পেয়েছেন ১০ হাজার ৮৯২ ভোট।

এ আসনে চারজন স্বতন্ত্রসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন। ভোট প্রদান করেছেন ১ লাখ ১৪ হাজার ৮৪৭ জন। এরমধ্যে বৈধ ভোট ১ লাখ ১৩ হাজার ২০২ এবং বাতিল হয়েছে ১ হাজার ৬৪৫ ভোট। এই আসনে ভোট পড়েছে ৩৫ শতাংশ। ১২৩টি ভোটকেন্দ্রের ৬৬৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

রংপুর-২এ আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী ডিউক নৌকা প্রতীকে ৮১ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু ট্রাক প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৫৮৩ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডল ২৪ হাজার ৬৪০ ভোট পেয়েছেন।

বদরগঞ্জ ও তারাগঞ্জ নিয়ে গঠিত এই আসনে ভোটযুদ্ধে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৪৬ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ২৫৩, পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৭৮৫ এবং হিজড়া ভোটার রয়েছে ৪ জন। দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৩৬টি ভোটকেন্দ্রের ৮১৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রংপুর-৩ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের ৮১ হাজার ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী (ঈগল) পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট।

আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র দুইজন। ১৭৫টি কেন্দ্রে এবং ১০১৬টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে দেখা যায়, রংপুর-৪ আসনে নৌকা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি ১ লাখ ২১ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট।

এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন ও পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৪৯ এবং হিজড়া ভোটার ৪ জন। দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রংপুর-৫ আসনে স্বতন্ত্র জাকির হোসেন সরকার ট্রাক প্রতীকে ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাশেক রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৫৯০ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী আনিছুর রহমান পেয়েছেন ১০ হাজার ৩৩৪ ভোট।

এখানকার ১৫০টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৯৮৪ জন, পুরুষ ২ লাখ ১৮ হাজার ৩৪৭ এবং হিজড়া ৪ জন ভোটার রয়েছে।

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি রংপুর-৬ আসনে নৌকা প্রতীকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী নুর আলম মিয়া যাদু ৯ হাজার ১৬ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৯৮ জন ও পুরুষ ১ লাখ ৬৪ হাজার ২৫২ এবং হিজড়া ভোটার ৪ জন। এ আসনের ১১১টি ভোটকেন্দ্রের ৭১২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com