বাগেরহাটে আবারও লোকালয়ে আসা
অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
,
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন থেকে লোকালয়ে আসা আরো
একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সিপিজি ও
ভিটিআরটি সদস্যরা রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার রাজেশ^র
গ্রামের একটি মৎস্য খামার থেকে অজগরটি উদ্ধার করে। উদ্ধারকৃত
অজগরটি এদিন বিকেলে সুন্দরবনে নিয়ে অবমুক্ত করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজেশ^র গ্রামের মধু খানের বাড়ির পাশে একটি
মৎস্য খামারে ঘেরা জালে জড়িয়ে থাকা একটি অজগর দেখতে পেয়ে
সুন্দরবন সংশ্লিষ্ট সিপিজি ও ভিটিআরটি সদস্যদের খবর দেয়া হলে তারা
ঘটনাস্থলে যান এবং অজগরটিকে ধরে বস্তায় ভরে সুন্দরবনের শরণখোলা
রেঞ্জ অফিসে নিয়ে যায়। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন
কর্মকর্তা ফরেস্টার মোঃ ফারুক আহমেদ বলেন, রাজেশ^র গ্রাম থেকে
উদ্ধার করা প্রায় ২০ কেজি ওজনের ১৫ ফুট দৈর্ঘ্যের অজগরটি রবিবার
বিকেলের দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধাবরী এলাকার বনে ছেড়ে
দেওয়া হয়েছে। খাদ্যের সন্ধানে সুন্দরবনের অজগর গুলি লোকালয়ে আসে।#