জেলার ধামইরহাট উপজেলা নলপুকুর এলাকা থেকে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।”
মঙ্গলবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব ৫ সিপিসি ৩ জয়পুরহাট র্যাব ক্যাম্প।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল সোমবার রাত ১০ ঘটিকায় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাধীন নলপুকুর এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহেদুল ইসলাম (৫০), নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। জাহেদুল ইসলাম (৫০), জেলার উপজেলার চকচন্ডি গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। এসময় মোঃ আইনুল ইসলাম (৩০),নামে একজন পালিয়ে যায়। পলাতক আইনুল ও গ্রেফতারকৃত জাহেদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জাহেদুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে এবং নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আসামী জাহেদুল ও আইনুল সহযোগী হিসেবে কাজ করত বলে জানা যায়।”
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।