সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
Notice :

৩১ দফা বাস্তবায়নের লক্ষে বাগেরহাটে বিএনপি’র প্রস্তুতি সভা।দৈনিক উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: / ১১২ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন



সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনীতিক মুক্তির লক্ষে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করার লক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উপলক্ষে বাগেরহাট জলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্টিত।
শনিবার (২৫ জানুয়ারী) সকালে  বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপি’র গবেষনা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামিম, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ অহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন, সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ হাবিবুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম ¯^পন সহ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকরা উক্ত সভায় উপস্থিত ছিলেন।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
নেতারা আরও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।#RJ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর