ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রæপসহ গনমাধ্যমের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলায় কর্মরত সংবাদকর্মীরা এই কর্মসূচি পালন করেন। বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কালের কন্ঠের বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে সংবাদকর্মীদের এ সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ আহসানুল করিম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, বাগেরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাসুদুল হক, একুশে টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি এইচ এম মাইনুল ইসলাম, মোরেলগঞ্জ প্্েরসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, বাংলানিউজ ২৪.কমের জেলা সংবাদদাতা এসএস শোহান, প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক। মানববন্ধনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, তরফদার রবিউল ইসলাম, আকমল উদ্দিন সাখি, আল আমিন খান সুমন, সৈয়দ শওকত হোসেনসহ বাগেরহাটে কর্মকরত গনমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। বক্তারা বলেন, গনমাধ্যম কারও শত্রু না। গনমাধ্যম মানুষের সামনে সমাজের অসঙ্গতি তুলে ধরেন। দেশ ও জাতির সম্মৃদ্ধির জন্য গনমাধ্যম অপরিহার্য্য। তারপরও কিছু অতি উৎসাহী মানুষ গনমাধ্যম ও গনমাধ্যমকর্মীদের উপর হামলা করেছে। এরা দেশ ও জাতির শত্রæ। সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রæপের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, ডেইলি সান, বাংলানিউজ২৪.কম, নিউজ টোয়েন্টিফোর টিভি, টিস্পোর্র্টস টেলিভিশন ও রেডিও ক্যাপিটারে উপর হামলা হয়েছে। যানবাহন ভাংচুর করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। ad