সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা ২৪ কেজি হরিণের মাংস ও একটি চামড়া উদ্ধার করেছে উপকুলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এসময় চোরা শিকারিদের ব্যবহ্নত একটি নৌকা জব্দ করে কোস্টগার্ড। তবে এসময় চোরা শিকারীদের গ্রেপ্তার করতে পারেনি কোস্টগার্ড। শুক্রবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মাংস ও চামড়া উদ্ধার করা হয়। শনিবার দুপুরে উদ্ধার হওয়া মাংস ও চামড়া বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট মাহবুব হোসেন জানান, চোরা শিকারিদের একটি দল সুন্দরবন থেকে হরিণ শিকারের পর তা জবাই করে বিক্রির জন্য লোকালয়ে নিয়ে আসছে এই গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। চোরা শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ২৪ কেজি মাংস ও একটি হরিণের চামড়া উদ্ধার করে। এই শিকারিরা শুক্রবার দিনের কোন এক সময়ে অবৈধভাবে বনে প্রবেশ করে হরিণ শিকার করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শিকারি চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মাংস ও চামড়া বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।ap