২৬ মার্চ ২০২৫ বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড আজ দুপুর ১২ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ‘মোংলা দিগরাজ বিসিজিএস কামরুজ্জামান মুন্সিগঞ্জ লঞ্চঘাট এস শেট গাং’৷ সৈয়দ ১৫ নাম্বার ঘাট পতেংগা নজরুল’ ,বিসিজিএস শ্যামল বাংলা’ বিসিজি বেইস চট্টগ্রাম, ইছা নগর, ‘বিসিজিএস তৌহিদ’ রুপসা, খুলনা এবং ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ পায়রা পোর্ট, পটুয়াখালী জাহাজ সমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,দুপুর ১২ টা থেকে জাহাজ পরিদর্শন করতে উক্ত এলাকার এবং আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ আগমন করেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।
এছাড়াও জাহাজসমূহ সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকগণ। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে আগত জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রতিবছর এদিনটি বাঙালি জাতি বিশেষ ভাবে পালন করে থাকে।