বাগেরহাট- ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসা
গত মঙ্গল বার বিকালে খুলনা- বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী মাজার মোড় এলাকায় এক সড়ক দুর্ঘটনায় এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। জুয়েল ইজারাদার ( ৫০)নামের বিএনপি’র ওই কর্মীকে মুমূর্ষ অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট- ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসা ওই বিএনপি নেতা বাসে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা ফসকে বাসের চাকায় পিষ্ট হয়ে তার একটি পা গুরুতর জখম হয়। এ ব্যাপারে বিআরটিসি বাস চালকের খামখেয়ালীপনাকে দায়ী করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা। দুর্ঘটনার শিকার জুয়েল ইজারাদার রামপালের পেড়িখালী এলাকার মোজাহার আলী ইজারাদার এর পুত্র। এ রিপোর্ট লেখাপ পর্যন্ত তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান কর্তব্যরত চিকিৎসক।#hn