সুন্দরবনে মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে
উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় জেলেদের ব্যবহৃত ১৬টি নৌকাও উদ্ধার করা
হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান,
বুধবার সকালে খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া
জেলেদের জিম্মি করে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা। এসময় বনদস্যুরা
জনপ্রতি জেলেদের কাছ মুক্তিপণ দাবি করে। পরে খবর পেয়ে বুধবার বিকালে
সুন্দরবনে অভিযানে নামে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ দিন
সন্ধ্যায় সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অনেকগুলো নৌকা দেখতে
পায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা ফাঁকা
গুলি ছুঁড়ে সুন্দরবনের গহীন বনে পালিয়ে যায়। পরে বনদস্যুদের আস্তানায়
তল্লাশী চালিয়ে ৬ নারীসহ অপহৃত ৩৩কে জেলেকে উদ্ধার করার পাশাপাশি জেলেদের
ব্যবহৃত ১৬টি নৌকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের বাড়ী খুলনার কয়রা
উপজেলার বিভিন্ন এলাকায়। জেলেদের নৌকাসহ পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে। rj