সুন্দরবন থেকে আত্মসমর্পণকৃত ২৭ টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন র্যাব-৮ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মোংলা বন্দর সংলগ্ন বন বিভাগের ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন র্যাব-৮ এর অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা। অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে বন্দর কর্তৃপক্ষ ভবনের সামনে মোংলা বন্দর শ্রমিক কর্মচারীদের মাঝেও ঈদ সামগ্রী বিতারণ করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিএন্ড এফ এজেন্ট ও ইষ্টিভিডরস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। র্যাব-৮ জানায়, ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল, তেল, সেমাই, চিনি, দুধ, লবন, বাদাম, কিসমিস, জিরা, মসল্লা ও পেয়াজসহ অন্যান্য রসদ রয়েছে।”
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন ও সিনিয়র এএসপি মোহাম্মাদ ফয়জুল ইসলাম ও লে. কমান্ডার মোঃ মুহতাসিম রসুল ২৮৪ জন জল ও বন দস্যুদের মাঝে ঈদের এই উপহার তাদের নিজ নিজ হাতে তুলে দেন তারা “ র্যাব-৮ আরো জানায়, আত্মসমর্পণকারী বন ও জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল দস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ব্যতিত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতির সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানায় র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন। এসময় আতœসর্ম্পনকৃত বন দস্যুদের বিভিন্ন অভিযোগ অনুযোগ মনোযোগ সহকারে শোনের এবং দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেণ র্যাব-৮ এর অধিনায়ক।
”উল্লেখ্য, ২০১৮ সালের ১ নভেম্বর বনের ২৭ টি দস্যু বাহিনীর আতœসর্মপনের মধ্য দিয়ে সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
sm.kb