January 10, 2025, 6:04 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনা অফিস: 33 বার
আপডেট সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।”

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে কালিয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।”

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোরশেদ, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আমানত ইসলাম পারভেজ, সাংবাদিক হাচিবুর রহমান, বাবর আলি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এটা প্রতীয়মান হয় যে, গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরাসন জরুরি। এটা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে।”

সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এসময় মানববন্ধনে নড়াইল ও কালিয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) মধ্যেরাতে লোহাগড়া থেকে নড়াইল ফেরার পথে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com