দৈনিক নাগরিক ভাবনা ও চলতি বাংলার বাগেরহাট প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানের সাথে অসদাচরণ ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীপ্ত টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি মামুন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, দেশ টিভির বাগেরহাট প্রতিনিধি এসএস সোহান, কেটিভি২৪ ও সংবাদ সরাবেলার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান শিমুল, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, মোল্লারহাট প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম, আমার দেশের বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ মিরানুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক নকীব মিজানুর রহমান, মোহাম্মদ মিরানুজ্জামান, সোহাগ হাওলাদার, সোহরাব হোসেন রতন, সোহেল রানা বাবুল, তরিকুল ইসলাম, খান সুমন, শহিদুল ইসলাম, সিকদার সাঈদ, মুন্না, রাসেল রাজু, হানিফ সিকদার, শেখ আহমেদ তারিক, শেখ সোহেলসহ বাগেরহাটে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মোরেলগঞ্জ উপজেলার বিষখালি কমিউনিটি ক্লিনিক ভাঙচুর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার তথ্য পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক রাকিবুল হাসান।এ বিষয়ে অভিযুক্ত ব্যাক্তির বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে সে অসদাচরণ, কটুক্তি ও হুমকি প্রদান করে।
। am