খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকার স্বল্প আয়ের মানুষের জন্য শান্তিময় জীবন প্রত্যাশা করে। সে কারণে বিভিন্ন ভাতা প্রদানের পাশাপাশি স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয়ের সুযোগ রাখা এবং ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঈদ উপহারও বিতরণ করা হচ্ছে। দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য সরকারের এই মহতী উদ্যোগ বলে তিনি উলেখ করেন। "
সিটি মেয়র বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে এ কথা বলেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কেসিসি’র পক্ষ থেকে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়। সিটি মেয়র পর্যায়ক্রমে নগরীর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৬, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে ঈদবস্ত্র বিতরণ করেন। তিনি প্রত্যেক ওয়ার্ডের স্বল্প আয়ের ৭শ’ জনের মাঝে শড়ি ও প্রায় ২শ’ জনের মাঝে লুঙ্গি বিতরণ করেন।
কেসিসির মেয়র প্যানেলের সদস্য এড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, শেখ মিস্টার খালিদ আহমেদ, মোঃ সাহিদুর রহমান, এমডি মাহফুজুর রহমান লিটন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নাইমুল ইসলাম (খালেদ), মোঃ শফিকুল ইসলাম, শেখ মফিজুর রহমান, শেখ হাসান ইফতেখার চালু, এস এম রাজুল হাসান রাজু, মোঃ জাকির হোসেন বিপ্লব, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, রাফিজা, খাদিজা সুলতানা, রোজী ইসলাম নদী, মাহমুদা বেগম, সাবেক কাউন্সিলর তালাত হোসেন কাউট, মুন্সী আব্দুল ওয়াদুদসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
sm.kb