December 23, 2024, 10:19 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

সরকারি ব্রজলাল কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপন পরবর্তী সভা

খবর বিজ্ঞপ্তি 201 বার
আপডেট সময় : শনিবার, জুন ১, ২০২৪



শতবর্ষ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপন পরবর্তী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে ) সকাল ১০টায় কলেজ সেমিনার কক্ষে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রোকসানা খানমের সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় গত ১৭ মে শুক্রবার অনুষ্ঠিত শতবর্ষ উদযাপন প্রোগ্রামের সার্বিক বিষয় নিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাথে উম্মুক্ত মত বিনিময় হয়। মত বিনিময় সভায় বিভিন্ন সেশনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান রোকসানা খানম বলেন, ইংরেজি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় ১৭ মে শুক্রবার মুখরিত হয়েছিলো ক্যাম্পাস । এ দিনটি ডিপার্টমেন্টের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মশিউর রহমান প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ও প্রফেসর এমিরেটাস ড. সৈয়দ মনজুরুল ইসলাম গেস্ট অব অনার এবং ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয় সিং শতবর্ষী বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। ইংরেজি ডিপার্টমেন্ট থেকে অবসর নেয়া প্রাক্তন অধ্যাপক মন্ডলী অনুষ্ঠানে উপসিস্থত ছিলেন। ফলে আমাদের প্রোগ্রাম তার পুর্নতা পেয়েছিলো।
সভায় আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক দীপংকর কুমার ঘোষ, সহযোগী অধ্যাপক সীমা চৌধুরী, সহকারী অধ্যাপক মো. মামুন সরদার, সহকারী অধ্যাপক মাহবুবা নাসরিন, সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক রাবেয়া খাতুন, প্রভাষক জয়দেব দত্ত, প্রভাষক মো. মতিউর রহমান, প্রভাষক আসমাউল হুসনা।
উক্ত প্রোগ্রাম পরবর্তী আলোচনা সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন ৯৯-০০ সেশনের মো. রবিউল ইসলাম লিটন, মো. রফিক উল ইসলাম রনি, ০২-০৩ সেশনের মো. সাইদুর রহমান, ০৩-০৪ সেশনের অনন্ত কুমার মজুমদার, ০৪-০৫ সেশনের মো. সাইফুল ইসলাম, মো. আরাফাত সিদ্দিক, মো. রেজাউল ইসলাম, ফারজানা ইয়াসমিন মুক্তা, ০৬-০৭ সেশনের বাপ্পা সাহা, পূর্বা বিশ্বাস, শারমিন আক্তার রানী, ০৮-০৯ সেশনের আবু তাহের প্রিন্স, ১১-১২ সেশনের মো: আবীর হাসান, ১৫-১৬ সেশনের রাজিবুল শিকদার, ১৬-১৭ সেশনের পারভেজ সরদার, মো. মঈনুল ইসলাম, হাবিবুর রহমান, মো. মিলন আলী, মো. মোস্তাফিজুর রহমান শাওন, সায়েম সামি, ১৮-১৯ সেশনের মুনিয়া তামান্না, ১৯-২০ সেশনের মো. মেহেদি হাসান, অনুশ্রী রায়, অমিশা ব্যানার্জী, বৃষ্টি দাশ, ২০-২১ সেশনের জয়ন্ত স্বর, তৌকির আহমেদ, মো. হাসান, পল্লব মন্ডল, রায়হান হোসেন, আব্দুল্লাহ আনসারী, তানভীর রহমান, মার্জিয়া আহম্মদ, প্রজ্ঞা পারমিতা রায়, মিম ইসলাম, ইসরাত জাহান সোহেলী, অহিদা রহমান, ২১-২২ সেশনের শেখ ইফতেখার আলম, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া বিনতে আনোয়ার, মুবাশশর বিল্লাহ, মো. নাসরুল্লাহ, ২০-২১ সেশনের ( মাস্টার্স) রোকসানা খাতুন, বৃষ্টি থানদার, ২১-২২ সেশনের (মাস্টার্স) সুমা রায়, পপি বিশ্বাস, অফিস সহকারী গাজী আবু বকর সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভায় বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগের একটি এলামনাই এসোসিয়েশন গঠনের প্রস্তাব দিলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সবশেষে ফটোসেশন ও বিভাগীয় প্রধান রোকসানা খানমের শতবর্ষ প্রোগ্রামের একটি ভিডিওক্লিপ এবং ৯৮-৯৯ সেশনের এলামনাই নাজমুস সাকিবের শতবর্ষ প্রোগ্রামের একটি ভিডিওক্লিপ দেখানোর মধ্যে দিয়ে আলোচনা সভা শেষ হয়।#jl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com