December 23, 2024, 11:05 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে চলছে মোংলা বন্দর

সংবাদ বিজ্ঞপ্তি 219 বার
আপডেট সময় : বুধবার, মে ২২, ২০২৪

জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, রাজস্ব আয় সব সূচকই ঊর্ধ্বমুখী

২০২৩-২০২৪ অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের আয় -ব্যয়ের সংক্ষিপ্ত সার:

ক) জাহাজ আগমন: এপ্রিল, ২০২৪ মাসে মোট ৬৩ টি জাহাজ এসেছে অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ৫২ টি জাহাজ এসেছিল অর্থাৎ গত বছরের এপ্রিল মাসের তুলনায় এ বছরের এপ্রিল মাসে মোট ১১ টি জাহাজ বেশি এসেছে। 

খ) কার্গো হ্যান্ডলিং: এপ্রিল, ২০২৪ মাসে ৬.৩৭ লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছে অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে ৪.৬৭ লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ১.৭০ লক্ষ মেট্রিক টন কার্গো বেশি হ্যান্ডল করা হয়েছে। 

গ) কন্টেইনার হ্যান্ডলিং: এপ্রিল, ২০২৪ মাসে মোট ২১৮৯ টিইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছে। অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ১৮২২ টিইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৩৬৭ টিইইউজ কন্টেইনার বেশি হ্যান্ডল করা হয়েছে। 

ঘ) রাজস্ব আয়: এপ্রিল, ২০২৪ মাসে মোট ২৪ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ২০ কোটি ১২ লক্ষ ৬১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৪ কোটি ১ লক্ষ ৯২ হাজার টাকা রাজস্ব বেশি আদায় হয়েছে। এপ্রিল, ২০২৪ মাসে মোট ৮ টি কন্টেইনার জাহাজ এসেছে যা মোংলা বন্দরের ইতিহাসে এক অনন্য রেকর্ড। 

উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরের এপ্রিল,২০২৪ পর্যন্ত বন্দরে মোট ৭২৬ টি জাহাজ এসেছে অন্যদিকে ২০২২-২০২৩ অর্থবছরের এপ্রিল, ২০২৩ পর্যন্ত মোট ৭০৮ টি জাহাজ এসেছিল অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মোট ১৮ টি জাহাজ বেশি এসেছে। চলতি অর্থ বছরের সবকটি সূচকে এখন পর্যন্ত সন্তোষজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

 অদ্য ২২ মে, ২০২৩ খ্রি. তারিখে বন্দরের জেটিতে একসাথে ০৩ টি জাহাজ রয়েছে, একটি কন্টেইনার জাহাজ, একটি গাড়ির জাহার ও একটি কার্গো জাহাজ রয়েছে। মনিরুল ইসলাম  (সহকারী জনসংযোগ কর্মকর্তা) তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com