December 23, 2024, 10:13 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

নওগাঁ প্রতিনিধ 256 বার
আপডেট সময় : বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪

 

 : নওগাঁর আত্রাইয়ে অটো টমটমের ধাক্কায় আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরদার মাহমুদ হক উত্তাল মাহমুদের শ্বশুড় মোস্তাফিজুর রহমান (৫৮) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধায় উপজেলার জাতআমরুল এলাকায় এঘটনা ঘটে। 

নিহত মোস্তাফিজুর রহমান জাতআমরুল গ্রামের বাসিন্দা। বুধবার বেলা সাড়ে ১১টায় তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন  করেছেন। 

সাংবাদিক উত্তাল মাহমুদ জানান,তার ছোট ছেলেকে সাথে নিয়ে শ্বশুর মোস্তাফিজুর রহমান মঙ্গলবার আছর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে রাস্তা পারা-পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটো টমটম গাড়ী ধাক্কা দিয়ে ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। এসময় আঘাতপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান পাকা সড়কের উপর পরে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্তহন ।তাত্ক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।ঐদিন সন্ধার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌছলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষনা করেন।

 এঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।

গত বুধবার বেলা সাড়ে ১১টায় মরহুম  মোস্তাফিজুর রহমানের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।”

তার অকাল  মৃত্যুতে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এ্যাড: ওমর ফারুক সুমন মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন। 

নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি  এস.এম. আজাদ হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদ আশরাফুল নয়ন সহ সংগঠনের সকল সাংবাদিক  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে  তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন।

এছাড়া আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম,উপজেলা  পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক কাজী রহমান ও সদস্যবৃন্দ,আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি ফরিদুল করিম পিন্টু ও সম্পাদক ওমর ফারুক,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন ও সম্পাদক শাহরুখ হোসেন আহাদ,রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক ও সম্পাদক সুকুমল কুমার প্রামানিকসহ বিভিন্ন মহল থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com