সিঙ্গাপুর চোখের চিকিৎসায় অবস্থানরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
সচিব ড.মোঃ ফরিদুল ইসলাম বাবলুর আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) শহরের খারদ্বার জামে মসজিদে জুম্মা নামাজ বাদ
পিসি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ও লতিফ মাষ্টার ফাউন্ডেশনের সাধারণ
সম্পাদক সরদার নাসির উদ্দিন লনি এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
দোয়া ও মিলাদের পূর্বে প্রয়াত গুণিজন শিক্ষক লতিফর রহমানের জ্যেষ্ঠ
পুত্র সচিব ড.মোঃ ফরিদুল ইসলাম বাবলু এবং আরেক পুত্র আমেরিকা প্রবাসী
সিপিএ রফিকুল ইসলাম জগলুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সরদার
নাসির উদ্দিন লনি। পরে দোয়া ও মিলাদ মাহফিলে অংশনেন উপস্থিত মুসল্লিরা।
দোয়া পরিচালনা করেন খারদ্বার জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল হাসান। rj