বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের শহরতলীর চরগ্রাম শহীদ নায়েক আঃ জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা শিক্ষা কর্মকর্তা এস,এম,মোরশেদের উপস্থিততে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এসময় বিদ্যালযের প্রধান শিক্ষক খাঁন রেজাউল ইসলাম অভিভাবহক সদস্য এবং শিক্ষক প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন। সবার সম্মতিতে আসাদুজ্জামান মোহন কে সভাপতি নির্বাচিত করা হয়। ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আঃরাজ্জাক শেখ,শেখ নজরুল ইসলাম, মোঃজসীম শেখ আপন,শেখ হায়দার আলী,তমা রানী সোম,দাতা সদস্য শেখ রুস্তুম আলী এবং শিক্ষক প্রতিনিধি রয়েছেন তিন জন।উল্লেখ্য, আসাদুজ্জামান মোহন বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।