বাগেরহাটে শহীদ জিয়াা জন্মবার্ষিকী
উপল¶ে যুবদলের শীতবস্ত্র বিতরণ
এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম
জন্মবার্ষিকী উপল¶ে জেলা যুবদল বাগেরহাট সদর উপজেলার একটি মহিলা মাদরাসার
শির্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। রবিবার দুপুরে বেমতা ইউনিয়নের
বৈটপুর বাদামতলা এলাকায় মরিয়ম ¯^তন্ত্র এবতেদায়ী মহিলা মাদরাসার দরিদ্র
ছাত্রীদের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ শেষে জেলা যুবদলের নের্তৃবৃন্দ
শহীদ রাষ্ট্রপকি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তিসহ বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু¯^াস্থ্য ও দীর্ঘায়ু কামন করে
মিলাদ ও দোয়া মাহফিল অংশ গ্রহন করেন।
মরিয়ম ¯^তন্ত্র এবতেদায়ী মহিলা মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সভাপতি
শেখ মামুনুল করিমের সভাপতিত্বে কম্বল বিতরণ শেষে মিলাদ ও দোয়া মাহফিলে
উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা
যুবদল নেতা এস এম রাজ, রেমতা ইউনিয়ন যুবদল নেতা মো. মিজান ফকির, মাদরাসা
পরিচালনা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মাদ ফকির, সদস্য
মো. নাসির উদ্দিন, প্রতিষ্ঠানের প্রধান শি¶ক সোনিয়াসহ স্থানীয় যুবদল
নেতৃবৃন্দ।#