বাগেরহাটের শরনখোলা উপজেলার খোন্তাকাটা বি- ধানসাগর গ্রামের স্থানীয় ইউপি চেয়ারম্যানের একটি মাছের ঘেরে থেকে সিদ্দিক হাওলাদার (৪৫) নামের এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে শরনখোলা থানা পুলিশ ওই লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। পুলিশ জানায়, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মহিউদ্দিনের মাছেল ঘেরে বুধবার সকালে মাছ ধরাকালে জেলেদের জালে বেধে মৃতদেহটি উদ্ধার হয়। যা চেয়ারম্যান সাথে সাথে মোবাইল ফোনে থানা পুলিশ কে অবগত করেন। খবর পেয়ে থানা পুলিশ ওই মাছের ঘেরে গিয়ে লাশের সুরতহাল করে। অর্ধগলিত ও চেহারা বিকৃত থাকায় প্রথমে কেহই লাশটি সনাক্ত করতে পারছিলনা। পরে লাশের সাথে থাকা গামছা দেখে স্থানীয়রা ও তার স্বজনরা প্রাথমিকভাবে ধারনা করে মৃতদেহটি উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামের মৃত রুস্তুম হাওলাদারের ছেলে সিদ্দিক হাওলাদারের। সিদ্দিক হাওলাদার গত ৩০ আগষ্ট বিকাল থেকে নিঁখোজ রয়েছে বলে তার স্বজনরা গত ৪ দিন আগে থানায় অভিযোগ করেছেন। শরনখোলা থানার ওসি এইচএম কামরুজ্জামান খান বলেন, চেয়ারম্যান জাকির হোসেন মহিউদ্দিনের মাছের ঘের থেকে পচা-গলা অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন সনাক্ত করতে লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আর এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে।#aj